আমাদের সম্পর্কে
ইসলামিক এডুকেশন সোসাইটি ১৯৭৯ সালে সমাজের সর্বস্তরে ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারের মহান লক্ষ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামি শিক্ষাকে জনসাধারণের মাঝে সহজভাবে উপস্থাপন, সাধারণ ও ইসলামি শিক্ষার ওপর গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষা সম্মেলন, শিক্ষকপ্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও অঞ্চলভিত্তিক অনারারি ইন্সপেক্টরদের সঙ্গে মতবিনিময় ইত্যাদির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছে। শুধু তাই নয় শিশু-কিশোররা যাতে সহজেই ইসলামী শিক্ষার সুমহান আদর্শকে জানতে ও বুঝতে পারে এবং তারা যাতে উন্নততর শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণ লাভ করতে পারে সেজন্য কিছু সংখ্যক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া মেধাবি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মেধাবৃত্তি প্রকল্প চলমান আছে।
উদ্দেশ্য:
১৯৭৯ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠার পর থেকেই ইসলামিক এডুকেশন সোসাইটি নিম্নলিখিত উদ্দেশ্যসমূহকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
- সম্ভাব্য সকল উপায়ে জনসাধারণের মাঝে ইসলামি শিক্ষার প্রসার;
- সাধারণ শিক্ষার উপর বিশেষ করে ইসলামি শিক্ষার ওপর গবেষণা;
- শিশু-কিশোরদের জন্য উন্নততর শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থাকল্পে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা;
- সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষা সম্মেলন, শিক্ষকপ্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থাকরণ;
- ইসলামি শিক্ষাব্যবস্থার সহায়ক সাময়িকী, ম্যাগাজিন, বইপুস্তক ইত্যাদি প্রণয়ন ও প্রকাশ।
সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ :
- আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত);
- আই.ই.এস. স্কুল এন্ড কলেজ (এমপিওভুক্ত);
- দারুল আমান ইয়াতিমখানা (সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত);
- আই.ই.এস. মসজিদ কমপ্লেক্স;
- উত্তরা মডেল মাদ্রাসা;
- আদর্শ ফোরকানিয়া মক্তব;
- এডুকেয়ার পাবলিকেশন্স।
বর্তমানে যেসব কাজ চলছে :
- ইসলামি শিক্ষাব্যবস্থার সহায়ক প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার জন্য বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় পাঠ্যপুস্তক তৈরি ও প্রকাশের ব্যবস্থা করা;
- যোগ্য শিক্ষক তৈরি এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসলামি দৃষ্টিভঙ্গি সৃষ্টির কলা-কৌশল শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকপ্রশিক্ষণের ব্যবস্থা করা;
- সারাদেশে ইসলামপ্রিয় লোকদের দ্বারা পরিচালিত আদর্শ মক্তব, স্কুল ও মাদরাসাগুলোকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা;
- আদর্শ ইয়াতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা করা;
- মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা;
- গরীব, দুস্থ ও অসহায়দের সহযোগিতা করা;
- আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করা;
- শিশু-কিশোরদের মাঝে সহিহ কুরআন শিক্ষা প্রদানের জন্য মক্তব পরিচালনা করা;
- বয়স্কদের মাঝে সহিহ কুরআন শিক্ষার জন্য নৈশ মক্তব প্রতিষ্ঠা ও পরিচালনা করা;
- শিক্ষা ও গবেষণার কাজে সহায়ক একটি সমৃদ্ধ লাইব্রেরি পরিচালনা করা;
- সাধারণের মাঝে কুরআনের শিক্ষা ও আদর্শ সহজভাবে তুলে ধরার জন্য স্বনামধন্য মুফাসসিরগণের মাধ্যমে বিষয়ভিত্তিক তাফসির মাহফিলের ব্যবস্থা করা।
- মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা;